Image description

যুক্তরাষ্ট্রে মহামারির ছায়া। ফলে সেখানকার চিকিৎসকমহল বেশ উদ্বিগ্ন। মার্কিন স্বাস্থ্যকর্তারা বলছেন তাদের দেশে এইচ ফাইভ এন ওয়ান ফ্লু ভাইরাস ঝড়ের গতিতে ছড়াচ্ছে।

মার্কিন ডেয়ারি ফার্মগুলি থেকে ছড়াচ্ছে এইচ ফাইভ এন ওয়ান ফ্লু ভাইরাস। ইতিমধ্যে প্রায় ১ হাজারের বেশি ডেয়ারি ফার্মকে চিহ্নিত করা হয়েছে।

ফলে সেখানে জারি করা হয়েছে সতর্কতা। এই ভাইরাস দ্রুত এক মানুষ থেকে অন্য মানুষের দেহে ছড়িয়েছে। গ্লোবাল ভাইরাস নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়েছে যারা বিভিন্ন ডেয়ারি ফার্মে কাজ করেন তাদের থেকে এই ভাইরাস ছড়াচ্ছে।

মার্কিন এক চিকিৎসক জানিয়েছেন এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস দ্রুত পশুদের থেকে মানুষের দেহে স্থান করে নিচ্ছে। এর প্রভাব পশু থেকে শুরু করে মানুষ সকলের দেহেই সমানভাবে পড়েছে। মার্কিন এক ভাইরোলজিস্ট বলেন, একে এখনই মহামারি বলা উচিত হবে না। তবে যেভাবে এটি বংশবিস্তার করছে সেখান থেকে একে নিয়ে চিন্তার বিষয় রয়েছে।

সিডিসি-র পক্ষ থেকে বলা হয়েছে এখনই এটি ছড়িয়ে পড়া থেকে খানিকটা নিয়ন্ত্রণ করা গিয়েছে। তবে মানুষের দেহে যে হারে স্থান করছে তাতে এটি আগামীদিনের মহামারি হতে পারে। মার্কিন দেশের ডেয়ারি শিল্প এরফলে বিরাট প্রভাবিত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এইচ ফাইভ বার্ড ফ্লু একটি সাধারণ বিষয়। এটি পাখিদের থেকে মানুষের দেহে ছড়ায়। তবে নতুন এই ভাইরাস খানিকটা হলেও সকলকে বিব্রত করেছে।

করোনার পর বিশ্বের প্রতিটি দেশ আগে থেকেই সতর্ক পদক্ষেপ গ্রহণ করেছে। সেখানে নতুন করে যদি কোনও মহামারি আসে তাহলে তাকে মোকাবিলা করার জন্য তৈরি সকলেই। তবে হঠাৎ করে আসা মহামারিগুলি খানিকটা হলেও চিন্তায় ফেলে সকলকে। সেখানে শুরু থেকেই তার মোকাবিলা করতে হবে। মার্কিন মুলুকে এখন চলছে সেই কাজ। ইতিমধ্যে সেখানকার ৫০ টি রাজ্যে এই ভাইরাস তার খেলা দেখিয়েছে। তাই দ্রুত একে কব্জা করে ফেলতে চাইছেন মার্কিন চিকিৎসকরা।