
ঐশান্যা দ্বিবেদীর চোখের সামনেই তার স্বামীকে গত সপ্তাহে হত্যা করা হয়। ভারতশাসিত কাশ্মীরের পহেলগামের সেই ঘটনার কথা মনে করে ডুকরে কেঁদে ওঠেন তিনি। কথা বলতে গিয়ে বার বার গলা ধরে আসছিল তার।
বাড়িভর্তি মানুষের মাঝে এক কোণে চুপচাপ বসে ছিলেন ঐশান্যা, কোনো দিকেই মনোযোগ নেই তার।
পহেলগামের হামলায় নিহত ৩১ বছরের শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশান্যার মতোই অবস্থা পরিবারের অন্যান্য সদস্যদের। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়েছে এই পরিবার।
গত ২২শে এপ্রিল পহেলগামের বৈসারণ উপত্যকায় সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের একজন কানপুরের শুভম দ্বিবেদী।
তার স্ত্রী ২৯- বছরের ঐশান্যা বিবিসির সঙ্গে কথোপকথনের সময় ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলছিলেন, "আমাদের দেশ, আমাদের সরকার আমাদের ওখানে (পহেলগামে) অনাথের মতো ছেড়ে দিয়েছিল। যাদের ওপর ভরসা করে আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম, তারা সেই সময় ওখানে উপস্থিত ছিল না।"
"কোনো নিরাপত্তারক্ষী ছিল না, কোনো জওয়ান ছিল না। ঘরের ভেতরে বাবা-মা আমাদের রক্ষা করতে পারেন, কিন্তু ঘরের বাইরে আমাদের রক্ষা করার দায়িত্ব সরকারের," ঘটনার সময় নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি এ কথা বলেছেন।