Image description

পাকিস্তান বিরোধী মনোভাবকে উসকে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ খান। বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি আবারও নির্বাচনে জয় পেতে পাকিস্তান বিরোধী মনোভাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এটাই তার কাজ, ইতিহাস এমনটাই বলে। তিনি ভোটে জয় পেতে রাজনৈতিক কৌশলকে প্রতিফলিত করে এমন বিষয় অব্যাহত রেখেছেন। একটি প্রাইভেট টিভি চ্যানেলে কথা বলার সময় এসব কথা বলেছেন রানা সানাউল্লাহ খান। এ খবর দিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএপি।

এতে বলা হয়, টিভিতে কথা বলার সময় রানা বলেছেন, মোদির সকল রাজনৈতিক আখ্যানের মূলে ছিল পাকিস্তানের সমালোচনা। পুলওয়ামা থেকে বর্তমান পর্ব পর্যন্ত বারবার নিজের জনগণকে বিভ্রান্ত করে আসছেন মোদি। তিনি নির্বাচনী সুবিধা অর্জনের জন্যই বারবার একই নাটক মঞ্চস্থ করছে বলে অভিযোগ করেছেন রানা। এ বিষয়ে মোদিকে হুঁশিয়ারি দিয়ে রানা বলেছেন, মোদি ছোটখাটো উসকানি বা কৌশলের পরিকল্পনা করতে পারেন, কিন্তু তিনি পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার অবস্থায় নেই। তবে ভারত আক্রমণ করলে পাকিস্তান যে এর কঠিন ও শক্ত জবাব দেবে তাতে কোনো সন্দেহ নেই।

দিল্লিকে উপযুক্ত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ার করেছেন রানা। সিন্ধু পানি বণ্টন চুক্তির বিষয়ে ভারতের একতরফা যেকোনো পদক্ষেপ মোকাবেলায় দৃঢ় এবং আইনগত প্রক্রিয়া জানাতে পাকিস্তান সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। রানা আরও বলেন, ভারতের বিরুদ্ধে সমগ্র জাতি ঐক্যবদ্ধ। তাদের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে এদেশের জনগণ।