Image description

ইরান সোমবার অভিযোগ করেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সাথে পরমাণু আলোচনার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রনীতি কী হবে, তা ‘নির্ধারণ’ করার চেষ্টা করছেন।

তেহরান থেকে এএফপি জানায়, নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বিলুপ্ত করার পাশাপাশি, যেকোনো চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা অন্তর্ভুক্ত করা উচিত বলে দাবি করার পর ইরান এমন অভিযোগ তুলল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি পোস্টে বলেন, ‘নেতানিয়াহু কিভাবে এত সাহসিকতার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্দেশ দিচ্ছেন, তা সত্যিই বিস্ময়কর। তিনি ট্রাম্পকে ইরান নিয়ে তার কূটনীতির ক্ষেত্রে কী করতে পারবেন এবং কী করবেন না, তা নির্ধারণ করে দিতে চাইছেন।’

রোববার নেতানিয়াহু বলেছিলেন, ‘যেকোনো বাস্তব ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি এমন একটি চুক্তি হবে যা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধির ক্ষমতা ছিন্ন করে দেবে এবং এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রতিরোধও অন্তর্ভুক্ত থাকবে।’এই মন্তব্যের পরপরই ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ওমানে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তৃতীয় দফা উচ্চপর্যায়ের আলোচনা শেষ করেছেন। উভয় পক্ষই এর অগ্রগতি সম্পর্কে তথ্য দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্চে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠান, যাতে তিনি আলোচনার আহ্বান জানান। ইরান যদি তা প্রত্যাখ্যান করে, তবে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। জানুয়ারিতে ক্ষমতায় ফিরে ট্রাম্প তার ‘সর্বোচ্চ চাপ’ শাস্তি অভিযান পুনরায় শুরু করেন, যা তার প্রথম মেয়াদে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার সময়কার কৌশল ছিল।

আলোচনাগুলো ১২ এপ্রিল শুরু হয়, যেখানে তেহরান দাবি করেছে যে আলোচনায় শুধু পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হওয়া উচিত।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি বলেছে যে দেশের সামরিক সক্ষমতাগুলো আলোচনার বাইরে থাকবে। তেহরানের আঞ্চলিক প্রভাব এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা, যা পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে সমালোচনা করেছে, তা ছিল আলোচনায় ইরানের ‘লাল রেখা’।

তেহরান ইসরাইলবিরোধী মিলিট্যান্ট গ্রুপগুলোর নেটওয়ার্ক ‘প্রতিরোধের অক্ষ’কে সহায়তা দেয়। এর মধ্যে ইয়েমেনের হাউছি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ, গাজা উপত্যকায় হামাস ও ইরাকের শিয়িত সশস্ত্র গোষ্ঠী রয়েছে।

আরাঘচি সোমবার বলেন, ‘ইসরাইলের ধারণা যে তারা ইরান কী করতে পারবে বা না করতে পারবে তা নির্ধারণ করতে পারবে, তা বাস্তবতার সাথে এতটাই বিচ্ছিন্ন যে এটি উত্তর দেয়ার যোগ্য নয়।’

 

তিনি আরো যোগ করেন, ‘আমরা আশা করি আমাদের মার্কিন সহকর্মীরাও সমানভাবে দৃঢ় থাকবেন।’

 

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করার অভিযোগ এনে আসছে, যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করে এবং দাবি করে যে তার পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ নাগরিক উদ্দেশ্য সাধন করে।