Image description
 
২৩ এপ্রিল ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। কাশ্মিরে ওই হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত।
 
 
এদিকে কাশ্মিরের হামলাকে ‘সাজানো’ ঘটনা বলে দাবি করেছে পাকিস্তান। তবে এই দাবির পক্ষে কোনও প্রমাণ সামনে আনেনি দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দেশটি। শুক্রবার (২৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
 
সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ড ছিল ‘পরিকল্পিত একটি ঘটনা’।
 
তিনি বলেন, ‘আমরা অত্যন্ত দৃঢ়ভাবে সন্দেহ করি, এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন— অর্থাৎ নিজেরাই ঘটিয়ে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা।’ তবে এই দাবির পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
 
আসিফ আরও বলেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে সক্রিয় কোনও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সংযোগ নেই।
 
তিনি বলেন, ‘কাশ্মিরে যা ঘটছে বা কাশ্মিরের কোনও আন্দোলনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আমরা কোনও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত নই।’
 
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতের দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেন, ‘ভারত সরকার যে অভিযোগ করছে, আমরা তা জোরালোভাবে নাকচ করছি।’
 
এর আগে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার দেশটির একটি বেসরকারি চ্যানেলকে বলেন, ‘ভারতের নেয়া পদক্ষেপগুলো শিশুসুলভ। এতে গুরুত্বের অভাব রয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে। অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে। আমরা বৈঠকে ভারতকে উপযুক্ত জবাব দেবো।’