
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানের উচিত ছিল ক্ষমা প্রার্থনা করা। সম্প্রতি এক টক শোতে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, "গত ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। এতে উত্থাপিত চারটি দাবি খুবই গুরুত্বপূর্ণ। তদানীন্তন পাকিস্তানের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া, সম্পদের ন্যায্য হিস্যা নিষ্পত্তি এবং ঘূর্ণিঝড়ে প্রদত্ত সাহায্যের অর্থের হিসাব—এই দাবিগুলো যৌক্তিক। বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা এগুলো।"
তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী সাদাকে সাদা আর কালোকে কালো বলে। ১৯৭১ সালের গণহত্যা বিশ্বস্বীকৃত সত্য। যারা এতে জড়িত ছিল, তাদের ক্ষমা চাওয়া উচিত। এখানে আটকে পড়া পাকিস্তানিরা মানবেতর জীবনযাপন করছে। তাদের ফেরত নেওয়ার দাবি যথার্থ। সম্পদ ও ত্রাণ সাহায্যের অর্থের নিষ্পত্তিও হওয়া উচিত।"
গোলাম পরওয়ার এই আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখেছেন বলে জানান। তবে ঘূর্ণিঝড়ের সময়ের ত্রাণ সাহায্যের ব্যাপারে বিস্তারিত তথ্য তার অজানা বলে তিনি উল্লেখ করেন।
এই সাক্ষাৎকারে জামায়াত নেতার বক্তব্যে ১৯৭১-এর গণহত্যা ও এর পরিণতি নিয়ে বাংলাদেশের মানুষের আবেগের প্রতিফলন দেখা গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।