
কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ এপ্রিল) জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই গোলাগুলি শুরু হয়, যা দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটেছে।
ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ রেখার একাধিক পয়েন্টে প্রথম গুলি ছোড়ে পাকিস্তানি সেনারা। এর পরপরই পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনী। তবে এখন পর্যন্ত এই গোলাগুলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর অনুযায়ী, সীমান্তে দুই পক্ষই সতর্ক অবস্থানে রয়েছে।
পেহেলগামে বন্দুকধারীদের চালানো হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এই হামলাকে ঘিরেই দুই দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। নয়াদিল্লি এরইমধ্যে ইসলামাবাদের বিরুদ্ধে একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিতে শুরু করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।