Image description
ফিলিস্তিনি কর্তৃপক্ষ-পিএর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র সমর্পণ করে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। আব্বাসের এ আহ্বানকে ‘অপমানজনক’ মন্তব্য করে তার নিন্দা জানিয়েছে হামাস।
 
বৃহস্পতিবার হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য বাসেম নাইম এক বিবৃতিতে বলেন, ‘আব্বাস সন্দেহজনকভাবে ক্রমাগত দখলদারদের অপরাধ ও চলমান আগ্রাসনের দায় আমাদের জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন।’
এর আগে বুধবার পশ্চিম তীরের রামাল্লায় পিএর দপ্তরে এক বৈঠকে মাহমুদ আব্বাস হামাসকে অস্ত্র সমর্পণ করে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।
মাহমুদ আব্বাস বলেন, ‘ইসরাইল নয়, আমি এর জন্য মূল্য দিচ্ছি, আমাদের জনগণ এর জন্য মূল্য দিচ্ছে। প্রতিদিনই মৃত্যু দেখতে হচ্ছে।’
হামাসকে ‘কুকুরের বাচ্চা’ বলে গালি দিয়ে তিনি বলেন, ‘তোমাদের হাতে যা আছে তা ছেড়ে দাও আর আমাদের এ অবস্থা থেকে মুক্ত করো।’
মাহমুদ আব্বাসের নেতৃত্বের পিএ ফিলিস্তিনিদের ঐক্য বিনষ্টের জন্য দীর্ঘদিন থেকেই হামাসকে দায়ী করে আসছে। অন্যদিকে ইসরাইলের সঙ্গে যোগসাজশ করে পশ্চিম তীরে স্বাধীনতাকামীদের দমনের জন্য পিএ কর্তৃপক্ষকে অভিযুক্ত করে আসছে হামাস।
পিএ-হামাসের এ দ্বন্দ্বের ভেতর গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে স্থানীয় সময় বেলা ১১টা পর্যন্ত হামলায় ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন জানিয়েছে আলজাজিরা।
এর আগে রাতভর হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজার জাবালিয়ায় ইসরাইলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। খান ইউনিসে হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। এ ছাড়া মধ্য গাজায় দুইজন নিহত হয়েছে। গাজা শহরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে।
এর আগে বুধবার দিবাগত রাতে ইসরাইলি হামলায় ফিলিস্তিনি আলআকসা রেডিওর এক সাংবাদিক নিহত হয়েছেন। মধ্যগাজার দাইর আল-বালাহতে তার তাঁবুতে লক্ষ করে ইসরাইলি বিমান বোমা বর্ষণ করলে সাইদ আব হাসনায়েন নামের এ সাংবাদিক নিহত হন। হামলায় একই সঙ্গে তার স্ত্রী ও শিশুকন্যা নিহত হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবার ব্রিফিংয়ে জানিয়েছে, ২৪ ঘণ্টায় গাজায় ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫২ ফিলিস্তিনি। এ নিয়ে ১৮ মাসের আগ্রাসনে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৩৫৫ জনে। আহত হয়েছে এক লাখ ১৭ হাজার ২৪৮ জন।
এদিকে অধিকৃত পশ্চিম তীরে হামলা ও তাণ্ডব চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। বুধবার পশ্চিম তীরের জেনিনের কাছাকাছি ইয়ামন শহরে ইসরাইলি বাহিনীর হামলার সময় ১২ বছর বয়সি আলী আবু হুজাইফা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।