Image description
 

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির পর প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত।

বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথমত, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করেছে। আগামী রোববার থেকে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব ধরনের বৈধ ভারতীয় ভিসা বাতিল হয়ে যাবে। যেসব পাকিস্তানি নাগরিকের কাছে ভারতীয় ভিসা রয়েছে, তারা ভারত ত্যাগ করার জন্য ৭২ ঘণ্টার সময় পাবেন।

 

দ্বিতীয়ত, ভারত পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। এই চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানের পাওয়ার কথা থাকা পানি আপাতত ব্যাহত হবে।

 

তৃতীয়ত, ভারত ও পাকিস্তানের মধ্যে আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই সীমান্ত দিয়ে যারা ভারতে ঢুকেছেন, তাদের সবাইকে ১ মে’র মধ্যে ফিরে যেতে বলা হয়েছে।

চতুর্থত, ভারত পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাকে বহিষ্কার করেছে। তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনা হচ্ছে।

পঞ্চমত, সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সব পাকিস্তানির জন্য সার্ক ভিসা বাতিল করা হয়েছে। এই ভিসায় যারা ভারতে রয়েছেন, তাদের ফেরত যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।

এছাড়া, দুই দেশের হাইকমিশনে কর্মরত লোকবল সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে।

ভারতের এই পদক্ষেপগুলো পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার জবাব হিসেবে নেওয়া হয়েছে।