
জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এক সেনা জওয়ান নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জানিয়েছেন কর্মকর্তারা।
তাঁরা জানান, দোদু-বসন্তগড় এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে চালানো তল্লাশি অভিযানের সময় গুলি বিনিময় হয়।
“নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আজ উদমপুরের বসন্তগড় এলাকায় জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়,” এক্স-এ (পূর্বে টুইটার) জানিয়েছে হোয়াইট নাইট কোর।
তারা আরও জানায়, “সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপন হতেই তীব্র গুলিবিনিময় শুরু হয়।”
“আমাদের এক সাহসী জওয়ান প্রথম গুলির লড়াইয়ে গুরুতর জখম হন এবং চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও পরে তিনি শহিদ হন,” জানায় সেনাবাহিনী।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই অভিযান চলমান ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র: দ্যা ট্রিবিউন