Image description
 

ভারতের দিল্লির দয়ালপুর এলাকায় একটি চারতলা ভবন ধসে দুই নারীসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এনডিটিভির প্রতিবেদন অনুসারে, শনিবার (১৯ এপ্রিল) ভোরে এক নিমিষেই ভবনটি ধ্বংসস্তূপের মতো ভেঙে পড়ে।


ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সমন্বিতভাবে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে।

ভোর ২টা ৩৯ মিনিটে ভেতরে মানুষজন যখন ঘুমাচ্ছিল, তখন ভবনটি ধসে পড়ে। দিল্লি ফায়ার সার্ভিসের বিভাগীয় ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়ালের মতে, ভোর ২টা ৫০ মিনিটে অফিসে ঘটনাটি সম্পর্কে তাদের অবহিত করা হয়।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি পরিবার ভবনের ভেতরে ভাড়ায় বসবাস করে বলে মনে করা হচ্ছে। বাসিন্দারা যখন ঘুমাচ্ছিলেন, তখন এই দুর্ঘটনা ঘটে।

ইত্তেফাক