Image description

জন্মগতভাবে নারীকেই শুধু নারী হিসেবে গণ্য করা হবে বলে রায় দিয়েছেন বৃটেনের বিচারকরা। বুধবার দেশটির সুপ্রিম কোর্টের বিচারকরা সর্বসম্মতিক্রমে এই রায় দেন। তারা বলেছেন, সমতা আইনের অধীনে একজন নারীকে জৈবিক লিঙ্গ দ্বারা চিহ্নিত করা হবে। এক্ষেত্রে রাপান্তরিতদের নারী হিসেবে বিবেচনা করা হবে না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

 

এতে বলা হয়, দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায় দিলেন বিচারকরা। যার মাধ্যমে নিজেদের সমতা আইনকে ঘিরে বৃটেনে দীর্ঘদিন ধরে চলা একটি আইনি লড়াইয়ের সুরাহা হলো। তবে স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলসে লিঙ্গ-ভিত্তিক অধিকারকে কীভাবে প্রাধান্য দেয়া হবে তার ওপর প্রভাব ফেলতে পারে এই রায়। জন্মগতভাবে নারীর সজ্ঞায়ন প্রশ্নে স্কটল্যান্ড সরকারের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছিল ফর উইমেন স্কটল্যান্ড নামের নারী অধিকার বিষয়ক একটি সংগঠন। শুধু জন্মগতভাবে নারীর পক্ষে লিঙ্গ-ভিত্তিক সুরক্ষা প্রযোজ্য বলে যুক্তি দিয়েছে তারা। আদালতও সংগঠনটির পক্ষে তাদের অবস্থান জানিয়েছেন। এই রায় এক পক্ষের ওপর অন্য পক্ষের বিজয় হিসেবে দেখা উচিত নয় বলে মনে করেন বিচারক লর্ড হজ।

এ বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, এই আইন এখনও ট্রান্সজেন্ডারদের বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা দেয়। আদালতে স্কটল্যান্ড সরকার যুক্তি দেখিয়েছিল, যেসব ট্রান্সজেন্ডারের জিআরসি আছেন, তারা জন্মগত নারীদের মতো একই রকমের লিঙ্গভিত্তিক সুরক্ষা পাবেন। ২০১০ সালের সমতা আইনের সঠিক ব্যাখ্যা সম্পর্কে সিদ্ধান্ত জানানোর জন্য ফর উইমেন স্কটল্যান্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়েছিল। যেন আইনটি বৃটেনজুড়ে প্রযোজ্য হয়।