Image description
 

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের গুরুত্বপূর্ণ সফরে কুয়ালালামপুর গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছান তিনি। দক্ষিণ-পূর্ব এশীয় সফরের অংশ হিসেবেই এই সফর তার।

এ সফরকালে শি জিনপিং বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য ওয়াশিংটনের চেয়ে বেইজিং অনেক ভালো বন্ধু। কারণ, ট্রাম্পের বাড়তি আমদানি শুল্ক তীব্র বাণিজ্যযুদ্ধের শঙ্কা তৈরি করেছে। এ পরিস্থিতিতে চীন এখন আমেরিকার চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার।

২০১৩ সালের পর এটিই মালয়েশিয়ায় তার প্রথম সফর। এর আগে ভিয়েতনামে সফরে গিয়ে বেশ কিছু সহযোগিতা চুক্তি সই করেন তিনি। যার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে রেল অবকাঠামোর উন্নয়ন।

মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, বৈঠক শেষে শি জিনপিং বলেছেন, দুই দেশের মধ্যে উচ্চস্তরের কৌশলগত সহযোগিতা আরো জোরদার করা এ অঞ্চল ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য জরুরি। তিনি আরো বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষ্ঠুর প্রশাসনের চেয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভালো বন্ধু বেইজিং। দেশগুলোর ওপর বিশাল শুল্কারোপ করার পর ১০ সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) ব্লকের অনেক দেশই আমেরিকার আচরণে অসন্তুষ্ট। ট্রাম্প বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর বিশাল অঙ্কের কর আরোপ করেছেন।