Image description

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র এবং ইরান পরমাণু প্রোগ্রাম নিয়ে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। তবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন যে, ওমানের মধ্যস্থতায় আলোচনাগুলি পরোক্ষ হবে।

ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন যে, আলোচনা ব্যর্থ হলে ইরানকে বড় বিপদের সম্মুখীন হতে হতে পারে। তিনি বলেন, "ইরান বড় বিপদে পড়বে" এবং একটি চুক্তি হওয়া যেকোনো ধরনের সামরিক সংঘর্ষের চেয়ে উত্তম হবে। তবে, ইরান এখনো তার অবস্থান রক্ষা করছে, আরাগচি জানিয়েছেন যে, "বলটি আমেরিকার কোর্টে"।

প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্র এবং ইরান পরোক্ষ আলোচনা চালালেও সেগুলি কোনও বড় অগ্রগতি লাভ করেনি। ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের প্রত্যাহার এবং তার পুনরায় নিষেধাজ্ঞা আরোপ ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরো জটিল করেছে।

 

এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও, উভয় পক্ষের মধ্যে পার্থক্য বজায় রয়েছে, যেখানে ইরান পরোক্ষ আলোচনায় আগ্রহী এবং যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা চাচ্ছে। এই আলোচনার ফলাফল আঞ্চলিক স্থিতিশীলতা এবং পরমাণু কূটনীতির ভবিষ্যতের ওপর বড় প্রভাব ফেলতে পারে।