
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সোমবার (৭ এপ্রিল) কায়রোতে একটি বৈঠকে যোগ দেবেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ।
জর্ডানের সংবাদ সংস্থা পেত্রা’র বরাত দিয়ে রোববার (৬ এপ্রিল) এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আল-সিসির আমন্ত্রণে এই আলোচনা অনুষ্ঠিত হবে।
তবে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
এদিকে, যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজার ভেতরে নতুন করে একটি ‘নিরাপত্তা করিডর’ তৈরির ঘোষণা দিয়েছে ইসরাইল। এরইমধ্যে তারা দক্ষিণের রাফাহ শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে ‘মোরাগ করিডর’ স্থাপন করেছে।
ইসরাইলি সংবাদমাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী, করিডরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গত বুধবার নতুন এই করিডরের ঘোষণা দেন। তিনি জানান, এটি রাফাহ শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করবে।
মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়, মোরাগ ছিল একটি ইহুদি বসতি, যা রাফাহ ও খান ইউনিসের মাঝামাঝি অবস্থান করত। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, করিডরটি এই দুই শহরের মধ্য দিয়ে যাবে।
শনিবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ গাজার নতুনভাবে গঠিত একটি নিরাপত্তা করিডরে তাদের ৩৬তম ডিভিশনের সেনাদের মোতায়েন করা হয়েছে।