Image description

ভারতের হিমাচল প্রদেশের কুল্লুতে ঝড়ের কবলে একটি গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। গাছটি যানবাহন ও সড়কের পাশে খাবারের দোকানের উপর পড়ে। এ ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় মানিকরণ গুরুদ্বারার ঠিক সামনে রাস্তার কাছে একটি গাছ ভেঙে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের পাশে খাবারের দোকানের কাছে পার্ক করা যানবাহন। গাছের ডাল পড়ে গাড়িগুলো ভেঙে চুরমার। ঠিক পাশে একজন ব্যক্তি কাঁদতে কাঁদতে ‘মা মরে গেছে’ বলে চিৎকার করছেন।

একই ভিডিওতে, একজন ব্যক্তিকে একজন নারীকে নিয়ে যেতে দেখা গেছে। ওই নারীর জামা রক্তে ভিজে ছিল।

এই সপ্তাহের শুরুতে ভারতের আবহাওয়া বিভাগ হিমাচল প্রদেশের চারটি জেলায় বজ্রপাত এবং ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করেছিল। বৃহস্পতিবার আবহাওয়া বিভাগ চাম্বা, কাংড়া, কুল্লু এবং মান্ডি জেলায় বজ্রপাত এবং ঝড়ো হাওয়ার (৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা) সাথে বজ্রপাতের পূর্বাভাস দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায়।