Image description

সম্প্রতি, ড্রাগনের মাথার খুলির মত দেখতে একটি ছবি ইন্টারনেটে যাক্কুম গাছ দাবিতে প্রচার করা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি যাক্কুম গাছের নয় বরং, যাক্কুম গাছ দাবিতে প্রচারিত ছবিটি স্ন্যাপড্রাগন গাছের ফুল শুকিয়ে যাওয়ার পর শুকনো বীজের।

মূলত, যাক্কুম গাছ দাবিতে ড্রাগনের মাথার খুলির মত দেখতে এই ছবি সামাজিক মাধ্যমে কয়েক বছর ধরেই প্রচার করা হচ্ছে। তবে, রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি যাক্কুম গাছের নয়। প্রকৃতপক্ষে, এটি স্ন্যাপড্রাগন গাছের বীজের ছবি। স্ন্যাপড্রাগন গাছের ফুল মরে যাওয়ার পর শুকনো বীজের ছবিকে যাক্কুম গাছ দাবিতে প্রচার করা হয়েছে। আলমুনজিদ (আরবি অভিধান) অনুসারে, যাক্কুম (زقوم) জাহান্নামের গাছ এবং পাপীদের জন্য একটি বিষাক্ত খাদ্য। অন্যান্য কিছু অভিধানে এটি তিক্ত স্বাদযুক্ত একটি কাঁটাযুক্ত উদ্ভিদ হিসাবে বর্ণনা করা হয়েছে।

সুতরাং, স্ন্যাপড্রাগন গাছের ফুল মরে যাওয়ার পর শুকনো বীজের ছবিকে সামাজিক মাধ্যমে যাক্কুম গাছ দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

উল্লেখ্য, পূর্বেও একই দাবিটি ইন্টারনেটে প্রচার হলে সে সময় ফ্যাক্টচেক প্রকাশ করে রিউমর স্ক্যানার।