
আগামী ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হয়েছে সৌদি আরব। প্রায় এক দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া বৈশ্বিক এই আসরের জন্য স্টেডিয়াম বানাচ্ছে দেশটি। এমনই একটি স্টেডিয়ামে কাজ করার সময় বিদেশি একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে এমন খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই।
নিহত ওই শ্রমিকের নাম মুহাম্মদ আরশাদ। তিনি আল খোবারে আরামকো স্টেডিয়ামে নির্মাণকাজ করার সময় ওপর থেকে পড়ে যান। এতে তার মৃত্যু হয়। এ ঘটনা ঘটেছে গেল ১২ মার্চ।
আরশাদ পাকিস্তানের নাগরিক। বেলিজিয়ামভিত্তিক বহুজাতিক নির্মাণ প্রতিষ্ঠান বেসিক্স গ্রুপ আরশাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তাদেরই একটি প্রতিষ্ঠান ওই স্টেডিয়ামের নির্মাণকাজ চালাচ্ছে।
বিশ্বকাপ আয়োজনের মতো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এমন অভিলাসী পরিকল্পনা বাস্তবায়নে এই প্রথম কোনো নির্মাণ শ্রমিকের মৃত্যু হলো।
সৌদি আরবের মানবাধিকার রেকর্ড ও অভিবাসী শ্রমিকদের প্রতি দেশটির আচরণ বিবেচনায় অধিকার গ্রুপগুলো সেখানে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের বিরোধিতা করেছিল। যদিও শেষ পর্যন্ত তাদের বিরোধিতা ধোপে টেকেনি।