Image description

ইসরাইলি হামলায় নতুন করে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন গাজার বাসিন্দারা। চারদিকে লাশের সারি, অসংখ্য হতাহত মানুষ। কিন্তু নেই যথাযথ চিকিৎসার ব্যবস্থা। এমনকি মিলছে না ব্যথানাশক ওষুধও। অনেক মানুষের অস্ত্রোপচার করা হচ্ছে অ্যানেস্থেসিয়া ছাড়াই!

গাজায় ইসরাইলি হামলার সবশেষ শিকারদের চিকিৎসার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা বর্ণনা করেছেন সেখানকার একটি হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা অস্ট্রেলিয়ান চিকিৎসক মুস্তাফা।

 
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতে ডা. মুস্তাফা, মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে গাজায় ইসরাইলি হামলার শিকার ফিলিস্তিনিদের ভয়াবহ আঘাতের কথা বলছেন। ভিডিওটি যাচাই করেছে আল জাজিরার সানাদ এজেন্সি।  
 
 
সারারাত কাজ করার পর ভিডিওটি ধারণ করেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে মুস্তাফা বলেন, 

 

আমাদের সব ব্যথানাশক শেষ হয়ে গেছে। আমরা কাউকে শান্ত করতে পারছি না। আমরা তাদের কোনো ব্যথানাশক ওষুধ দিতে পারছি না।

 

ডা. মুস্তাফা আরও বলেন, ‘সাতটি মেয়ের পা কেটে ফেলা হচ্ছে – কোনো অ্যানেস্থেশিয়া নেই। বোমা হামলা এখনো চলছে। ঘরটি এখনো কাঁপছে।’ 
 
 
হতাহতদের বেশিরভাগই নারী এবং শিশু, যাদের অনেকের মাথা থেকে পা পর্যন্ত পুড়ে গেছে, কারও হাত-পা নেই। আবার অনেকের মাথাই নেই বলেও জানান ওই চিকিৎসক। 
 
সূত্র: আল জাজিরা