
গত আগস্টে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ ও হত্যার অভিযোগে ভুক্তভোগীর বাবা-মায়ের নতুন করে সিবিআই তদন্তের আবেদন সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে আবেদনটি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
জানুয়ারিতে শিয়ালদহ আদালত যে মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, সেই মামলায় নতুন করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলো আবেদনটি।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে ভুক্তভোগীর বাবা-মা কলকাতা হাইকোর্টে আবেদনটি আপিল করতে পারেন।
সেপ্টেম্বরে কেন্দ্রীয় সংস্থার কাছে মামলাটি হস্তান্তর করার পর সিবিআই তদন্ত করে। শিয়ালদহ আদালতের রায়ের পর, সিবিআই সাজার বিরুদ্ধে আপিল করতে হাইকোর্টে যায়। সংস্থাটি অভিযুক্তদের মৃত্যুদণ্ড দাবি করেছে।
সুপ্রিম কোর্টে মামলায়, ভুক্তভোগীর বাবা-মায়ের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী করুণা নুন্দি। সিবিআইয়ের পক্ষে ছিলেন ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা।