Image description

বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে বলে সতর্ক করেছেন মিসরের বিখ্যাত বিশ্ববিদ্যালয় আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল তায়েব।জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে আজ রবিবার তিনি বলেন, ‘এই বিদ্বেষ ঠেকাতে আমাদের আইন করতে হবে। ’ তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

 

অধিবেশনে গ্র্যান্ড ইমামের হয়ে এই বার্তা পৌঁছে দেন জাতিসংঘে নিযুক্ত মিসরেরর স্থায়ী প্রতিনিধি ওসামা আবদেল খালেক। গ্র্যান্ড িইমাম বলেন, ইসলামোফোবিয়া একটি অযৌক্তিত আচরণ। বিশ্বশান্তির জন্য এটি খুবই হুমকিস্বরুপ। জাতিসংঘে মুসলিম সদস্যরাষ্ট্রগুলোর যৌথ প্রচেষ্টায় একটি আন্তর্জাতিক দিবস প্রয়োজ যা ইসলামোফোবিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেখ আহমেদ আল তায়েব বলেন, ‘ইসলাম শব্দটি এসেছে সালাম থেকে যার অর্থ শান্তি। ইসলামের মূলে রয়েছে দয়া, ভালোবাসা, সহাবস্থান, ধৈর্য্য। ’ কিন্তু অজ্ঞতা থেকে মানুষের মনে ইসলামোফোবিয়া তৈরি হয়েছে। এই ধর্ম নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে। 

ইসলামের নামে যারা উগ্রতা ছড়ায় তাদের সমালোচনা করেছেন গ্র্যান্ড ইমাম। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ কখনো ইসলাম হতে পারে না। উগ্র ডানপন্থীরা সহিংসতা ও উগ্রতার মাধ্যমে ভুল বার্তা দিচ্ছে। এই সংকট সমাধানে আন্তর্জাতিকভাবে ইসলামোফোবিয়ার একটি স্বীকৃত সংজ্ঞা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।