
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি এমন এক প্রস্তাব সামনে এনেছে, যার আওতায় বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের উপর ভিন্ন মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে 'লাল তালিকা' বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে ১১টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লাল তালিকা কী?
'লাল তালিকা' বলতে সেই দেশের তালিকাকে বোঝায়, যেখানে থাকা ১১টি দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রে কোনো প্রকার ভিসা বা প্রবেশাধিকার দেওয়া হবে না। এ পদক্ষেপের মূল উদ্দেশ্য হল দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা ও বিদেশ থেকে আসা সম্ভাব্য হুমকি নিয়ন্ত্রণে আনা।
তালিকাভুক্ত দেশসমূহ
খসড়া প্রস্তাব অনুযায়ী 'লাল তালিকায়' থাকা দেশগুলো হল:
আফগানিস্তান
ভুটান
কিউবা
ইরান
লিবিয়া
উত্তর কোরিয়া
সোমালিয়া
সুদান
সিরিয়া
ভেনেজুয়েলা
ইয়েমেন
প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণের পর দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার প্রস্তাব গ্রহণ করেন। তাঁর প্রথম মেয়াদে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার প্রচেষ্টা আদালতের প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও, পরবর্তীতে সুপ্রিম কোর্ট পুনর্লিখিত নিষেধাজ্ঞা কার্যকর করার অনুমতি দেয়।
বিশ্লেষকরা মনে করেন, 'লাল তালিকায়' থাকা দেশগুলোর নাগরিকদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলে তা আন্তর্জাতিক কূটনীতি ও দেশীয় নিরাপত্তা নীতিতে নতুন মোড় আনতে পারে। এছাড়াও, এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের জন্য আন্তর্জাতিক ভ্রমণ ও ব্যবসায়িক যোগাযোগে ব্যাপক প্রভাব পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের 'লাল তালিকা' প্রস্তাব আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থায় এক নতুন আলোড়ন সৃষ্টি করতে চলেছে। এই সিদ্ধান্তের ফলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানো সম্ভব হলেও, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক ও পর্যটন খাতে এর দীর্ঘমেয়াদী প্রভাব কি, তা সময়ই বলে দেবে।