Image description
 

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা একটি অন্তর্বর্তী সংবিধানে সাক্ষর করেছেন যা পরবর্তী সময়ে কার্যকর থাকবে। বৃহস্পতিবার তিনি এই ঘোষণাপত্রে সাক্ষর করেন।নতুন সংবিধান অনুযায়ী সিরিয়া ইসলামপন্থী শাসনব্যবস্থায় পরিচালিত হবে এবং এটি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। জানুয়ারিতে পূর্ববর্তী সংবিধান বাতিলের পর নতুন এই সংবিধান কার্যকর করা হলো।সারা পূর্বেই জানিয়েছিলেন যে, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হতে চার পাঁচ বছর সময় লাগতে পারে। সাংবিধানিক ঘোষণাপত্রে সাক্ষর করার সময় তিনি বলেন, এটি সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে বলে প্রত্যাশা করছি। এর মাধ্যমে আমরা নিপীড়নের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।

 

নতুন সংবিধানের অন্যতম খসড়া প্রণেতা আব্দুল হামিদ আলক জানান, এই সংবিধানে নারীদের কর্মক্ষেত্র ও শিক্ষায় অংশগ্রহণের অধিকার ও তাদের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সকল অধিকার নিশ্চিত করা হয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য শর্তাবলীর মধ্যে রয়েছে, দেশের প্রেসিডেন্টকে অবশ্যই একজন মুসলিম হতে হবে, ইসলামী শরীয়াকে আইন প্রণয়নের প্রধান উৎস হিসেবে নির্ধারণ করা হয়েছে, রাষ্ট্রের ক্ষমতার পরিপূর্ণ প্রতিকীকরণ নিশ্চিত করা হয়েছে যা বাশার আল আসাদের রাষ্ট্রীয় ক্ষমতায় হস্তক্ষেপের বিপরীতে স্থাপিত হয়েছে।

 

জানুয়ারির শেষদিকে আহমেদ আল সারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি একটি সাংবিধানিক ঘোষণাপত্র দেবেন, যা অন্তর্বর্তী সময়ের জন্য আইনি‌ ভিত্তি হিসেবে কাজ করবে। এরপর মার্চে তিনি একটি সাংবিধানিক প্রণয়ন কমিটির গঠনের ঘোষণা দেন যেখানে দুইজন নারীও অন্তর্ভুক্ত ছিল। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, সিরিয়ার জনগণের আইন শাসনের ভিত্তিতে তাদের রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা ও সিরিয় জাতীয় সংলাপ সম্মেলনের ফলাফলের ভিত্তিতে এই ঘোষণা এসেছে।

 

ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরীর আল সামের নেতৃত্বদানকারী বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার মূল ভূমিকা পালন করা আহমেদ আল সারা জানুয়ারির শেষ দিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। সবকিছু মিলে তাই পরিস্কার ভাবেই ধারণা করা যাচ্ছে যে, সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের বয়স পাঁচ বছরের চেয়ে বেশি বা পাঁচ বছর পর্যন্ত হতে পারে।