Image description

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ অবসানের জন্য এক নতুন সুযোগ এসেছে বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মনে করেন, যুদ্ধ শেষ করার একটি ভালো সময় এখনই এসেছে এবং ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিরাপত্তা নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। শুক্রবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

 

জেলেনস্কির এই মন্তব্য তখনই এলো যখন ইউক্রেন ৩০ দিনের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে সম্মতি জানিয়েছে। অন্যদিকে, মস্কো জানিয়েছে, তারা কেবল নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে যুদ্ধবিরতিতে রাজি হবে। বিষয়টি নিয়ে পশ্চিমা দেশগুলোও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

 

এক্স পোস্টে জেলেনস্কি বলেন, "এই মুহূর্তে, আমাদের কাছে দ্রুত এই যুদ্ধ শেষ করার এবং শান্তি নিশ্চিত করার একটি ভালো সুযোগ রয়েছে। আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে দৃঢ় নিরাপত্তার বোঝাপড়া রয়েছে।" তিনি আরও বলেন, যুদ্ধবিরতি হচ্ছে যেকোনো যুদ্ধ শেষ করার প্রথম ধাপ এবং এটি বাস্তবায়নে এখন বড় ধরনের সুযোগ তৈরি হয়েছে।

 

সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "পুতিন যতটা সম্ভব যুদ্ধবিরতিতে পৌঁছাতে বিলম্ব করবেন। যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া আসে, তাহলে রাশিয়া সময়ক্ষেপণের সুযোগ পাবে না। কিন্তু যদি তাদের ভয় পাওয়ার মতো কিছু না থাকে, তবে তারা প্রক্রিয়াটি দীর্ঘ করবে।" তিনি আরও বলেন, মার্কিন গোয়েন্দা তথ্য ও উপগ্রহের মাধ্যমে যুদ্ধবিরতির বাস্তবায়ন ৬০০ মাইল দীর্ঘ ফ্রন্টলাইনে নিশ্চিত করা সম্ভব।

 

এই যুদ্ধবিরতির আলোচনায় ভূখণ্ডের নিয়ন্ত্রণ একটি কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে বলেও জানান জেলেনস্কি। সৌদি আরবে হওয়া এক কূটনৈতিক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে, তবে এটি সমাধান করতে আরও সময় ও কঠিন সংলাপের প্রয়োজন হবে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট মনে করেন, যুদ্ধবিরতির পর ভূখণ্ডের মালিকানা নিয়ে আলোচনা হবে সবচেয়ে জটিল ইস্যু। এখন দেখার বিষয়, কূটনৈতিকভাবে এ সংকট কীভাবে সমাধানের পথে এগিয়ে যায়। তথ্যসূত্র : রয়টার্স