
গাজ্জায় অবশিষ্ট জিম্মিদের মুকিত দিতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে লাস্ট ওয়ার্নিং দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে হামাস বলেছে, ট্রাম্পের এমন হুমকি গাজ্জা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে যেতে নেতানিয়াহুকে উৎসাহিত করছে।
বুধবার (৫ মার্চ) যোগাযোগমাধ্যমে এক পোস্টে হামাসকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, এটা আপনাদের জন্য শেষ সতর্কবার্তা! হামাস নেতাদের এখনই গাজা ছেড়ে চলে যেতে হবে। আপনাদের এখনও সুযোগ আছে।
ট্রাম্পের এমন হুশিয়ারির পর হামাস বলেছে, বারবার মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের হুমকি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজ্জা যুদ্ধবিরতি থেকে সরে আসতে এবং গাজ্জাবাসীদের ওপর ইসরাইলি অবরোধ আরও তীব্র করতে সহায়ক ভূমিকা রাখছে।
বার্তা সংস্থা রয়টার্সকে হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানয় বলেন, অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো দখলদার ইসরাইলকে দ্বিতীয় দফার যুদ্ধবিরতিকে এগিয়ে নেওয়া এবং যুদ্ধবিরতি চুক্তির আইন মেনে চলা।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারিতে কার্যকর হওয়া গাজ্জা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে অবশিষ্ট জিম্মিকে মুক্তি দেওয়া এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা করা হবে। কিন্তু প্রথম ধাপের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও ইসরাইল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে অস্বীকার করেছে। বরং দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির বদলে নেতানিয়াহু প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন। হামাস এ বিষয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। সংগঠনটি দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির ব্যাপারে অটল রয়েছে।
উল্লেখ্য, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপের চুক্তি কার্যকর হলে, সব জিম্মিকে মুক্তি দিবে হামাস। অন্যদিকে গাজ্জা থেকে ইসরাইল তাদের বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করবে।