Image description
 

দীর্ঘ ৩০ বছর পর হারানো পরিবারের সন্ধানে, চিলিতে পাচারের শিকার পাঁচ সন্তান যুক্তরাষ্ট্রের এনজিওর সহায়তায় ফিরে পেয়েছে তাদের প্রিয়জনদের।"হারিয়ে যাওয়ার তিন দশক পরে অবশেষে পরিবারের কাছে ফিরেছেন পাঁচজন। লাতিন দেশ চিলিতে এমন একটি হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে, যেখানে যুক্তরাষ্ট্রের এক এনজিওর সহায়তায় তারা তাদের বাবা-মাকে খুঁজে পেয়েছে। এসব শিশু যারা শৈশবে পাচারের শিকার হয়েছিল, তারা আজ ৩০ বছর পর ফিরে পেয়েছে তাদের হারানো পরিবার।


১৯৭০ থেকে ৮০ এর দশকে চিলির স্বৈরশাসক আমলে শিশু পাচারের ঘটনা ছিল ব্যাপক। তখনকার স্বৈরশাসকরা দেশজুড়ে শিশু পাচারকারীদের মাধ্যমে হাজার হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন করেছিল।
আনা মারিয়া হাইফ মেয়ার, যিনি শৈশবে মায়ের কাছ থেকে হারিয়ে গিয়েছিলেন, একসময় জানতেন না তার পরিবারের ঠিকানা। তবে তিনি তার মায়ের নাম লেখা ছোট্ট একটি চিরকুট নিয়ে দীর্ঘ ৩০ বছর ধরে হন্যে হয়ে খুঁজছিলেন নিজের পরিবারকে। অবশেষে, তার অসীম পরিশ্রমের ফলস্বরূপ, তিনি খুঁজে পেলেন তার হারানো পরিবার।


এই ঘটনা ঘটে চিলির সাবেক স্বৈরাচারী প্রেসিডেন্ট অগাস্ত পিনোশের বর্বর শাসনামলে, যখন দুর্নীতি ও লুটপাটের পাশাপাশি শিশু পাচার ছিল সাধারণ ব্যাপার। দারিদ্র্য দূরীকরণের অজুহাতে, সৈরশাসক এবং তার সহযোদ্ধা চিকিৎসক, যাজক, বিচারকরা শিশুপাচারে অংশ নেন।

 


এদিকে, কানেক্টিং রুটস নামে একটি টেক্সাস ভিত্তিক এনজিওর সহায়তায়, ডিএনএ টেস্টের মাধ্যমে চিলির শতাধিক সন্তানহারা পরিবারের সাথে যোগাযোগ করা হয়। এর ফলে পাঁচজনের হারানো আপনজনদের খোঁজ পাওয়া গেছে।
হারিয়ে যাওয়া এই পাঁচজন দীর্ঘ বছর পরে তাদের আসল পরিবারের সঙ্গে মিলিত হতে যাচ্ছেন। এই অবর্ণনীয় অনুভূতির সাথে ভরা মুহূর্তে, তারা ফিরে পাচ্ছেন তাদের হারানো শেকড়। তবে, এর পাশাপাশি, আনন্দিত হচ্ছেন তাদের দত্তক নেওয়া পরিবারও, যারা এই খুঁজে পাওয়া সন্তানদের ফিরে পেয়ে অত্যন্ত খুশি।