
২৬/১১ মুম্বাই হামলার আসামী তাহাওয়ার রানা’র প্রত্যর্পণ অনুমোদন করলেন ডোনাল্ড ট্রাম্প।
২০০৮ সালের মুম্বাই জঙ্গি হামলার (26/11 Mumbai attack) অন্যতম অভিযুক্ত তাহাওয়ার রানা। মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাওয়ার রানাকে হেফাজতে পেতে মরিয়া ছিল ভারত।
ওই পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী জঙ্গিকে ভারতে তুলে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিল বাইডেন প্রশাসন।
২০২১ সালের ২১ জানুয়ারি, ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার মূল আসামী তাহাওয়ার রানা কর্তৃক দায়ের করা পর্যালোচনা আবেদন মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়, যার ফলে তার ভারতের প্রত্যর্পণ প্রক্রিয়া সহজতর হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের সময়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রত্যর্পণের অনুমোদন ঘোষণা করেন।
হামলার পরপরই যুক্তরাষ্ট্রে আটক হওয়া রানা, ডেনমার্কে একটি সন্ত্রাসী প্লট সমর্থন করার জন্য ১৪ বছর কারাদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, এবার তাকে ভারতে পাঠানো হবে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র "একটি অত্যন্ত হিংস্র মানুষকে ফিরিয়ে দিচ্ছে" এবং ভবিষ্যতে আরও প্রত্যর্পণের ইঙ্গিত দেন, পাশাপাশি ভারত-আমেরিকা অপরাধ সংক্রান্ত সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।