![Image description](https://content.bdtoday.net/files/img/202502/70b1c8d909be93c38e62d363c07fd9cf.png)
বিয়ের পর থেকেই স্ত্রীকে নিয়ে কথা শুনতে হচ্ছিল ভারতের আসামের কংগ্রেস নেতা গৌরব গগৈকে। প্রতিপক্ষ বিজেপি থেকে অভিযোগ করেছিল তার স্ত্রী পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট। জবাবে গৌরব বললেন, ‘আমার স্ত্রী আইএসআই হলে, আমি র এজেন্ট’। গতকাল বুধবার এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সম্প্রতি তার স্ত্রী ব্রিটিশ নাগরিক এলিজাবেথ কলবর্ন-এর সঙ্গে পাকিস্তানের সংযোগ আছে এমন মন্তব্য করেন বিজেপি নেতা। তবে তার এমন দাবিকে ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করে দেন গৌরব গগৈ। আসামের এই প্রভাবশালী কংগ্রেস সদস্য বলেন, সালমান খানের (অভিনেতা) স্ত্রী যদি টাইগার জিন্দা হ্যায়ের মতো আইএসআই এজেন্ট হতে পারে, তবে আমাকেও র-এর এজেন্ট হতে হবে।
এর আগে বিজেপির মুখপাত্র কিশোর উপাধ্যায়ের দাবি করেন, ওই নারী পাকিস্তানের পরিকল্পনা কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে ইসলামাবাদে কাজ করেছিলেন। এরপর ব্যাপক বিতর্ক শুরু হয়। কংগ্রেসের পক্ষ থেকেও এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়।