Image description
 

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিদের উপস্থিতি নতুন নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি করেছে। এটি প্রথমবারের মতো হামাসের প্রতিনিধিরা কাশ্মীরে প্রকাশ্যে আসে। ভারতের জন্য এটি এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। যেহেতু দেশটি হামাসের উপস্থিতিকে এক ধরনের নিরাপত্তা সমস্যার মতো দেখতে শুরু করেছে।

৫ ফেব্রুয়ারি পাকিস্তানের কাশ্মীর সংহতি দিবসে রাওয়াল কোটের শহীদ সাবির স্টেডিয়ামে একটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। যার নাম ছিল কাশ্মীর সংহতি ও হামাস অপারেশন আল আকসা ফ্লাড সম্মেলন। এই সম্মেলনে হামাসের ইরান প্রতিনিধি ড. খালিদ আল-কাদুমি উপস্থিত ছিলেন, যারা ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রভাবশালী একজন নেতা। 

এছাড়াও, এই সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন জইশ-এ-মুহাম্মদ এর প্রধান মাসুদ আজহারের ভাই তালহা সাইফ, জইশ কমান্ডার আজগর খান কাশ্মীরী এবং লস্কর-এ-তৈবা-র শীর্ষ নেতারা। এদের উপস্থিতি প্রমাণ করে যে, পাকিস্তানের কাশ্মীরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যকলাপ এখন নতুন মাত্রা পাচ্ছে।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, হামাসের এই উপস্থিতি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দক্ষিণ এশিয়াতে তাদের প্রভাব বিস্তারের একটি পরিকল্পনার অংশ হতে পারে। পাকিস্তান এবং ফিলিস্তিনের মধ্যে সম্পর্কের গভীরতার পাশাপাশি, এই ইঙ্গিত আরও শক্তিশালী হচ্ছে যে, হামাসের দৃষ্টি এখন দক্ষিণ এশিয়ার দিকে। 

কাশ্মীরের পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত, আর হামাসের মতো একটি সংগঠনের কার্যক্রম সেখানে শুরু হওয়ায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্য আরও কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে।