যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি, মার্কিন সামরিক বিমানে করে ১০৪ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়, যাদের মধ্যে ৩৩ জন গুজরাটের বাসিন্দা। ফেরত পাঠানোর সময় তাদের হাত-পা শিকল দিয়ে বাঁধা হয়েছিল, যা নিয়ে বিরোধী দলগুলো সরকারের সমালোচনা করছে।
তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সাকেত গোখলে প্রশ্ন তুলেছেন, "আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি... এমনকি কলম্বিয়ার মতো দেশ, যা শীর্ষ দশেও নেই, তারা তাদের নাগরিকদের ফেরত আনতে উড়োজাহাজ পাঠাতে পারে, তাহলে আমাদের সরকার কেন পারছে না? আমাদের তো উড়োজাহাজের অভাব নেই।"
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সংসদে জানান, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো নতুন কিছু নয়। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১৫,৭৫৬ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রের ফেরত পাঠানোর প্রক্রিয়া আইসিই কর্তৃক সংগঠিত ও পরিচালিত হয়। ২০১২ সাল থেকে আইসিই-এর প্রত্যাবাসনের জন্য নির্ধারিত মানদণ্ড কার্যকর রয়েছে, যেখানে হাতকড়া ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।"
তবে, বিরোধী দলগুলো সরকারের এই অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এবং অবৈধ অভিবাসীদের সম্মানজনকভাবে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
রয়টার্স,