![Image description](https://content.bdtoday.net/files/img/202301/1b23cbebd1cd7f58cdcf4c5cfccf4a4e.jpg)
ইংরেজি নববর্ষ উদযাপনের রাতে রাজধানীর লালবাগ ও সদরঘাটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২ টা থেকে ১টার মধ্যে এসব ঘটনা ঘটে। তবে ফানুস থেকে এই আগুনের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।
ফায়ার সার্ভিস থেকেও আগুনের কোন ঘটনা জানা যায়নি। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সময়ের আলো কে জানান, সদরঘাট ও লালবাগ এলাকা আগুনের খবর পাওয়া গেলেও তা সাথে সাথে নিভে যায়। এটা ফানুস বা আতশবাজি থেকে হয়েছে কিনা তা নিশ্চিত নয়। কোনো বড় ধরনের ক্ষতি ছাড়াই নিয়ন্ত্রণে আনা হয়েছে।