দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে রবিবার (১৪ ডিসেম্বর)। এতে সেরা দশ শিক্ষার্থীর মধ্যে রাজধানীর নটরডেম ও চট্টগ্রাম কলেজের তিনজন করে শিক্ষার্থী স্থান করে নিয়েছেন। আর রাজধানীর বাইরের চট্টগ্রাম কলেজের দুজন রয়েছেন। ঢাকার সাত শিক্ষার্থী সেরা দশে রয়েছেন, তিনজন বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের।
রবিবার বিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৬৬.৫৭ শতাংশ। এরমধ্যে মেধা পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তীব্র এ প্রতিযোগিতায় জাতীয় মেধায় শীর্ষ ১০ জনের তালিকা দেখে নিন।
প্রকাশিত ফলে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের জাহাঙ্গীর আলম শান্ত। তার প্রাপ্ত নম্বর ৯১.২৫। দ্বিতীয় স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের তাসনিয়া তৌফিক নাবিহা, তার প্রাপ্ত নম্বর ৯১।
তৃতীয় স্থান অধিকার করেছেন চট্টগ্রাম কলেজের তাহমিদুল আলম। তার প্রাপ্ত নম্বর ৯০.৭৫। চতুর্থ স্থান অর্জন করেছেন চট্টগ্রাম কলেজের মিশকাতুল জান্নাত সাদিয়া। মেধাতালিকায় ৫ম স্থান অর্জন করেছেন একই কলেজের মো. ফারদিন হোসাইন।
ষষ্ঠ স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের মোহাম্মদ মিনহাজুল হক। একই কলেজ থেকে সপ্তম ও অষ্টম স্থান অধিকার করেছেন সৈয়দ মাজেদুল ইসলাম ও আরাফাত রোহান। নবম স্থান অধিকার করেছেন খুলনার সরকারি এম. এম. সিটি কলেজের দীপন দেবনাথ। এবং দশম স্থান অধিকার করেছেন উত্তরা হাই স্কুল এন্ড কলেজের তাসনোভা তাসনিম ঊষা।
এবারের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১ শতাংশ)। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১.৭৯ শতাংশ) জন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা দুজন। ভর্তি পরীক্ষায় মোট পাসকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭ শতাংশ), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭ শতাংশ)।
পরিসংখ্যান অনুযায়ী, এবারে মেডিকেল ভর্তির ফলে এক তৃতীয়াংশই সেকেন্ড টাইমার। তাছাড়া ৮৮ জন পরীক্ষার্থী গত বছর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত রয়েছে। কৃতকার্য পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৮৫০ জন ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। আর ১ হাজার ৭০৭ জন শিক্ষার্থী সেকেন্ড টাইমার।