Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আবাসিক হলের বিড়ালদের জন্য জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে। চলমান ভূমিকম্পজনিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো প্রায় ফাঁকা হয়ে পড়ায় এসব প্রাণী খাদ্য সংকটে পড়েছে।

শিক্ষার্থীরা অধিকাংশই বাড়ি ফিরে যাওয়ায় হলের বিড়ালগুলো নিয়মিত খাবার থেকে বঞ্চিত হচ্ছে। ক্যান্টিন, মেস ও শিক্ষার্থীদের দেওয়া খাবারের ওপর নির্ভরশীল এসব বিড়াল অভুক্ত থাকায় শারীরিক দুর্বলতা ও বিভিন্ন ঝুঁকির মুখে পড়েছে।

এই প্রেক্ষাপটে ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনিরের উদ্যোগে বিড়ালদের জন্য জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বিভিন্ন হলে গিয়ে অভুক্ত বিড়ালদের ক্যাটফুডসহ প্রয়োজনীয় খাবার সরবরাহ করছেন।

ডাকসু জানায়, প্রাথমিকভাবে মেয়েদের হলগুলোতে খাদ্য সহায়তা পৌঁছানো হয়েছে। পর্যায়ক্রমে অন্য ছেলেদের হলসহ পুরো ক্যাম্পাসের কুকুরদেরও খাদ্য সরবরাহ করা হবে।