বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ১ হাজার ৩০৯টি আসনে ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে ৪টি আসন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১০ জানুয়ারি।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা দুটি মডিউলে অনুষ্ঠিত হবে। মডিউল-এ তে অংশ নেবে ‘ক’ ও ‘খ’ গ্রুপের শিক্ষার্থীরা। এ পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে তিন ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অপরদিকে মডিউল-বি শুধুমাত্র ‘খ’ গ্রুপের জন্য, যেখানে মুক্তহস্ত অঙ্কন ও দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual-Spatial Intelligence) বিষয়ে পরীক্ষা হবে বিকাল ২টা ৩০ মিনিট থেকে ৪টা পর্যন্ত।
অনলাইনে আবেদন শুরু হবে ১৬ নভেম্বর (রবিবার) সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায়। মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করা যাবে ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া E, T, S ও R চিহ্নিত আবেদনপত্রগুলো ১৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রার অফিসে সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৭ ডিসেম্বর (বুধবার)। এরপর ১০ জানুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রমের তালিকা প্রকাশ করা হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার।
প্রকৌশল বিভাগ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য প্রার্থীদের মডিউল-এ পরীক্ষায় ন্যূনতম ২০০ নম্বর অর্জন করতে হবে। স্থাপত্য বিভাগে ভর্তির জন্য মডিউল-বি পরীক্ষায় ন্যূনতম ১৬০ নম্বর পেতে হবে। আর বায়োমেডিক্যাল কৌশল বিভাগে ভর্তির জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ ৪.০০, অথবা GCE "A" লেভেলে জীববিজ্ঞানে অন্তত B গ্রেড পেতে হবে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য মোট ৪টি সংরক্ষিত আসন থাকবে—এর মধ্যে প্রকৌশল ও পরিকল্পনা বিভাগে ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি। ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের সময়সূচী ও নির্দেশনা বুয়েটের ওয়েবসাইটে (www.buet.ac.bd) যথাসময়ে প্রকাশ করা হবে।