
বহুল প্রত্যাশিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট সকাল ৯টা থেকে শুরু হয়েছে। জুবেরী ভবনে সৈয়দ আমির আলী হলের ভোট কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধা দিয়েছেন হল প্রোভোস্ট ও প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. হারুনুর রশিদ।
বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ভোট কেন্দ্রে কোনো ধরনের সাংবাদিক প্রবেশ বন্ধ করে দেওয়ায় সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে পরবর্তীতে তিনি অনুমতি দিতে বাধ্য হন। রাকসু নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত সাংবাদিকদের করণীয় বিষয়ে যে নির্দেশনা প্রকাশ করা হয়েছে, সেটি দেখানোর পরও তিনি ঢুকতে দিতে অস্বীকার করেন। পরবর্তীতে বিভিন্ন জাতীয় মিডিয়ার সাংবাদিকদের প্রতিবাদের মুখে তিনি দুইজন করে সাংবাদিক প্রবেশ করতে দেন।
রাকসু নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট দেয়ার জন্য কেন্দ্রে শিক্ষার্থীদের লম্বা লাইন দেখা গেছে। একইসাথে ৯টি কেন্দ্রের ৯৯০টি বুথে চলছে ভোটগ্রহণ।
৩৫ বছর পর আয়োজিত এ ভোটযুদ্ধ ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা-ব্যবস্থা।
মমতাজউদ্দিন অ্যাকাডেমিক ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলাভবন, সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন, জাবির ইবনে হাইয়ান অ্যাকাডেমিক ভবন, জামাল নজরুল অ্যাকাডেমিক ভবন, সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবন, জগদীশচন্দ্র অ্যাকাডেমিক ভবনের দুটি করে কেন্দ্রে এবং জুবেরী ভবনের একটি কেন্দ্রে মোট ১৭ টি কেন্দ্রে ৯৯০টি বুথে ভোট গ্রহণ চলছে।
আজ ভোটের দিন দুই হাজার পুলিশ, ১২ প্লাটুন র্যাব, ছয় প্লাটুন বিজিবি, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও স্কাউট সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান তিনটি প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট। শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ সংশ্লিষ্টরা পরিচয়পত্র প্রদর্শনের পর প্রবেশ করতে পারবেন।
ভোট গ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।