Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রাবি প্রশাসন। ভোটকে কেন্দ্র করে প্রতিটি প্রবেশপথে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দেখা গেছে রোভার স্কাউট ও কমিউনিটি পুলিশের সদস্যদের। পরিচয় যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ও কাজলা ফটকে এই চিত্র দেখা যায়।

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক নূরে আলম আমার দেশকে বলেন, ‘অপরিচিত ও বহিরাগত কেউ যাতে প্রবেশ করতে না পারে সেই নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের। সে অনুযায়ী কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কোনো অবস্থাতেই বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না।’

জানা গেছে, রাকসু নির্বাচনে ৯টি ভেন্যুর ১৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রবেশের ৬টি প্রবেশপথ ও ভোট কেন্দ্রের ৯টি গেটে প্রক্টোরিয়াল বডির ২৮ জন সদস্য ১৫ টিমে বিভক্ত হয়ে কাজ করবে। প্রক্টোরিয়াল টিমকে সহযোগিতার জন্য বিএনসিসি, স্কাউট ও কমিউনিটি পুলিশের ৬৮০ জন সদস্য কাজ করছেন। পাশাপাশি দুই হাজার পুলিশ, ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব মোতায়েন থাকবে। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবেন।

দীর্ঘ ৩৫ বছর পর হয়েছে রাকসু কেন্দ্রীয়, হল এবং সিনেট নির্বাচন। দীর্ঘ সময় পর ছাত্র সংসদ নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে ৩৮ শতাংশ আবাসিক হলে থাকলেও অনাবাসিক শিক্ষার্থী ৬২ শতাংশ। তাদের কেন্দ্রে আনতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাস বিভিন্ন রুটে বের হতে দেখা যায়।