Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রাকসুর ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী মোহাম্মদ মেহেদী হাসান। 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জুবেরী কেন্দ্রে ভোট দিতে এসে এ মন্তব্য করেন শাহ মখদুম হলের এই শিক্ষার্থী। তবে তিনি হলে সিট না পেয়ে রাবির পাশে বিনোদপুর এলাকায় একটি মেসে থাকেন তিনি। 

জানা গেছে, মেহেদী হাসান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।  তিনি একজন শারীরিক প্রতিবন্ধী বিশেষ শিক্ষার্থী।
তার গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তার বাবা একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। 

জুবেরী ভবন কেদ্রে ভোট দিয়ে এসে এই প্রতিবেদককে মেহেদী হাসান বলেন,  ভোট কেন্দ্রে সুন্দর পরিবেশ বিরাজ করছে। কোনো ঝামেলা নেই, শান্তিপূর্ণ এক পরিবেশ রয়েছে। যে প্যানেল শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত ও আমাদের মতো শিক্ষার্থীদের সুবিধা বা অধিকার আদায়ের কথা বলেছেন তাদের ভোট দিয়েছি, তবে যাচায় বাছাই করেই দিয়েছি।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় সবাই মধ্যবিত্ত শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসেন এবং তাদের জন্য এই আবাসন আবাসিক ব্যবস্থাগুলো যদি করা হয় তাহলে আমাদের আর মেসে থাকতে হবে না।