Image description

পাবনার সাঁথিয়া উপজেলায় স্কুল পরিদর্শনের সময় ক্লাস চলাকালীন প্রধান শিক্ষককে ঘুমন্ত অবস্থায় দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না।  এ সময় তিনি সেই অবস্থার ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

ঘটনার সময় বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান শিক্ষার্থীদের বেঞ্চেই ঘুমিয়ে ছিলেন। পরে ইউএনও নিজেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ভিডিওতে তিনি লিখেছেন, ‘স্কুল পরিদর্শনে গিয়ে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। মো. মনিরুজ্জামান, প্রধান শিক্ষক, কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থী না থাকলেও এভাবে ঘুমানো প্রায়ই লক্ষ্য করা যায়।’

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। অনেকেই বিদ্যালয়ের এই অব্যবস্থাপনার সমালোচনা করেন। 

একজন মন্তব্যে লিখেছেন, ‘বেশিরভাগ স্কুলেই একই অবস্থা, তারপরও গ্রেড বা স্কেল বৃদ্ধির জন্য সচিবালয়ের অনেকেই দৌড়াদৌড়ি করেন—কিসের আশায়!’

উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, ‘ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে ঘটে। ইউএনও ক্লাস চলাকালীন প্রধান শিক্ষককে ঘুমন্ত অবস্থায় দেখেন এবং ভিডিও ধারণ করেন।’ 

তিনি আরও জানান, ‘এ ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ করা হবে। রবিবার তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।’

ক্লাস চলাকালে ঘুমাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক