Image description

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না বরেণ্য অভিনেতা আলমগীর। তবুও তার নামে একাধিক আইডি, পেজ ও গ্রুপ চালু রয়েছে, যেখানে নিয়মিত ছবি ও নানা তথ্য প্রকাশ হচ্ছে। এসব ভুয়া কার্যক্রমের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিলেন তাঁর মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর।

সম্প্রতি ‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেজ (যার অনুসারী প্রায় সাড়ে ছয় লাখ) শেয়ার করে আঁখি লিখেছেন, ‘এসব বন্ধ করুন। কারা ফ্যান ক্লাব চালাচ্ছেন জানি না, তবে বাবার নাম ব্যবহার করে পোস্ট করার আগে একটু ভেবে দেখুন। তার বিশালতাকে যদি উপলব্ধি করতে না পারেন, তবে তার নামে ফ্যান পেজ চালাবেন না দয়া করে।’

এ প্রসঙ্গে আঁখি জানান, তার বাবা ফেসবুক ব্যবহার করেন না। ফলে ভুয়া আইডি ও পেজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘আমার বাবাকে নিয়ে যদি ফ্যান ক্লাব বানানো হয়, তবে সেটা শুধু উনাকেই ঘিরে হওয়া উচিত। এসব পেজে দেখা যায় নানা ছবি, খবর শেয়ার করা হচ্ছে—কিছু ভুল, কিছু সঠিক। পরিবারের জন্য বিষয়টা ভীষণ অস্বস্তিকর। মেয়ে হিসেবে বিষয়টা পরিষ্কার করা আমার দায়িত্ব। কারণ, উনারা নিজেরা এসব নিয়ে বলবেন না।’

তাঁর অভিযোগ, ভুয়া পেজগুলো থেকে প্রায়ই অপ্রাসঙ্গিক কনটেন্ট পোস্ট হচ্ছে, অনেক সময় তাকে ট্যাগও করা হয়। আঁখির ভাষায়, ‘তারা হয়তো ভাবে অন্যায় কিছু করছে না, কিন্তু আসলে গুণী শিল্পীদের এভাবে ব্যবহার করা উচিত নয়। আমার বাবা, শাবানা আন্টি, ববিতা আন্টি—এরা সবাই অনেক বছর কাজ করেছেন। তাদের আর প্রচারের প্রয়োজন নেই, তারা প্রচারের ঊর্ধ্বে।’

সাইবার ক্রাইমে অভিযোগ করার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে আঁখি বলেন, ‘অভিযোগ করলেও কী হবে! ১০টা পেজ বন্ধ করলে পরের দিন আরও ১০টা পেজ খুলে যাবে। তাই আইনি ঝামেলায় না গিয়ে আমি সবাইকে সতর্ক করলাম।’

শীর্ষনিউজ