Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, আজকের কালো দিবসের আলোচনা গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যের মাধ্যমে আমাকে মিসলিড করা হয়েছে। দায়িত্ব ছেড়ে দিবো এমন কথা বলিনি। আমি বলেছি, কোথাও বাধা আসলে তখন সেটি সবাইকে অবগত করা হবে। অর্থাৎ আপডেট দেওয়া হবে। 

তিনি বলেন, এটা পবিত্র আমানত, যতদূর পারি সবাইকে সাথে নিয়ে করবো। এখন পর্যন্ত সবাই সহযোগিতা করছে।

এর আগে, শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের এক আলোচনা সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে একটি বক্তব্যকে মিসকোড করে কয়েকটি গণমাধ্যমে ‘ডাকসু ভোট বাধাগ্রস্ত হলে নির্বাচনী দায়িত্ব ছেড়ে সব বলে দেবো’ শিরোনামে একটি নিউজ প্রকাশ করা হয়।