
স্বৈরাচার শেখ হাসিনার পলায়ন দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হচ্ছে হাম্বাভোজসহ নানা আয়োজন। বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, মাস্টার দা সূর্যসেন হল, হাজী মুহাম্মদ মহসিন হল, বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দিন হলসহ বিভিন্ন হলে শিক্ষার্থীরা গরু জবাইসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন।
এ উপলক্ষে গরু নিয়ে শিক্ষার্থীদের শোডাউন ও স্লোগান দিতেও দেখা যায়। মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা মনে করি এ দিনটি প্রাণবন্তভাবে প্রতি বছর আয়োজন করা উচিত। কারণ এ দিনে স্বৈরাচার শাসক দেশ ছেড়ে পালিয়েছে। তাই আমার গরু ভোজের এ ধারাকে ধারণ করতে চাই। প্রতি বছর এ দিনটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করতে চাই।’
সাকিল হাসান নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আজ এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে যে স্বৈরাচারী হাসিনা দীর্ঘদিন এ দেশের মানুষের ওপর অত্যাচার করেছে সেই স্বৈরাচারী সরকার এ দিনে দেশ ছেড়ে পালিয়েছে। তাই আজকের এই দিনটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আমার চাই প্রতি বছর এ দিনটি উদযাপন করা হোক।’
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য প্রাঙ্গণে ‘জাগ্রত জুলাই’ শীর্ষক এক কনসার্টের আয়োজন করেছে প্রশাসন। জুলাই যোদ্ধাদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং ঐক্যের বার্তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ কনসার্ট আয়োজন করেছে। এতে দেশের জনপ্রিয় ব্যান্ডের শিল্পীরা গান পরিবেশন করবেন।