
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়েছে। মোট ২৩টি বিষয়কে সামনে রেখে চলবে এর প্রক্রিয়া। পরবর্তীতে ধীরে ধীরে এই পরিসর বাড়ানো হবে। বিষয়টি নিয়ে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন শিক্ষা সংশ্লিষ্টরা; যেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ থেকে শুরু করে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সাত কলেজ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার পর বর্তমান শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে জানতে সংবাদ সম্মেলনে এক প্রশ্ন করলে জবাবে ইউজিসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, বর্তমান শিক্ষার্থীরা বিদ্যমান কাঠামোতে আছে। তারপরও আইনগত বিষয়গুলো খতিয়ে দেখে তারপর আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে। এখনই বলা যাচ্ছে না। তিনি বলেন, ‘বর্তমান কাঠামোর সঙ্গে ওই কাঠামো (সামনের আইন) চলছে না। দুটো সেপারেট’। পরবর্তীতে কী হবে, সেটা আলোচনা সাপেক্ষের বিষয়।’
বিদ্যমান শিক্ষার্থীদের সার্টিফিকেটে কলেজ নাকি বিশ্ববিদ্যালয় থাকবে— এমন প্রশ্নের জবাবে সরাসরি উত্তর না দিয়ে বলেন, বিষয়গুলো নিয়ে কাজ চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসকের দায়িত্ব ঢাকা কলেজের বিপরীতে বাঙলা কলেজকে দেওয়া হবে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যের বিষয়ে বলেন, ঢাকা কলেজ কিংবা বাঙলা কলেজের বিষয়টি চূড়ান্ত নয়। এটা আলাপ-আলোচনা করে ঠিক করা হবে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, শিক্ষার্থীরা দাবি জানিয়েছে, সেটা মেনে নেওয়া হয়েছে। তাদের জন্য সবচেয়ে যেটা ভালো হবে, সেটাই করা হবে। আমরা সুন্দর একটা সমাধানে যাব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সব কলেজকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শুধু ঢাকা কলেজ নয়, প্রত্যেকটা কলেজকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সবাইকে নিয়েই আমরা বেস্ট কিছু আশা করছি।
বিস্তারিত আসছে....