
৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হলো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক কার্যক্রম। রবিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এই যাত্রা শুরু হয়।
এতে দায়িত্ব নেন রুয়ার সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। সাবেক শিক্ষার্থীদের এই সংগঠন বিশ্ববিদ্যালয় ও অ্যালামনাইদের মধ্যে যোগসূত্র তৈরির পাশাপাশি অবদান রাখবে উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় এমনটাই প্রত্যাশা অংশগ্রহণকারীদের।
অনুষ্ঠানে রুয়ার নবনির্বাচিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, অধ্যাপক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান প্রমুখ।
রুয়ার নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিগত ৭২ বছরের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম রুয়া নির্বাচন হয়েছে। আপনারা জানেন রুয়া একটি অরাজনৈতিক সংগঠন।
উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, নির্বাচনে বিজয়ী অ্যালামনাসরা আমাদের বিশ্ববিদ্যালয়ের একেকজন অ্যাম্বাসেডর। দেশের ৬৪ জেলাতেই আমাদের অ্যাম্বাসেডর রয়েছে। আজকের দিনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ইতিহাস হয়ে থাকলো। আজ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর একা নয়।
প্রসঙ্গত, গত ২৬ জুলাই ৭২ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন রুয়ার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।