
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের নতুন গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে কার্যনির্বাহী কমিটিতে মোট ২৮টি পদ রাখা হয়েছে। নির্বাচনে সদস্য ও প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় এ গঠনতন্ত্র অনুমোদিত হয়।
এর আগে চাকসুতে পদসংখ্যা ছিল ১৮টি এবং নির্বাহী সদস্য ছিলেন ১০ জন। এবার ২৩ পদ ও ৫ নির্বাহী সদস্য পদ রাখা হয়েছে। অর্থাৎ নির্বাহী সদস্য কমিয়ে ৫ জন করা হয়েছে।
শিক্ষার্থীদের অধিকার, চাহিদা ও সমস্যাবলি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের সামনে উপস্থাপন এবং তা সমাধানের লক্ষ্যে এই কাঠামো পুনর্গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন ১২ পদ
গঠনতন্ত্রে সময়োপযোগী ১২টি নতুন পদ যুক্ত করা হয়েছে। সেগুলো হলো গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক ও সহকারী সম্পাদক; বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ও সহকারী সম্পাদক; স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও সহকারী সম্পাদক; যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ও সহকারী সম্পাদক; দপ্তর সম্পাদক ও সহকারী সম্পাদক (পুরুষ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত); ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক ও সহকারী সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত)। এ ছাড়া পুরাতন ‘সমাজসেবা সম্পাদক’ ও ‘উপ-সমাজসেবা সম্পাদক’ পদ দুটি রূপান্তর করে—সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকারবিষয়ক সম্পাদক; সহ-সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকারবিষয়ক সম্পাদক করা হয়েছে।
ভোটার ও প্রার্থিতার যোগ্যতা
নতুন গঠনতন্ত্র অনুযায়ী, কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও আবাসিক হলের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীরাই ভোটার ও প্রার্থী হতে পারবেন। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যারা স্নাতক, মাস্টার্স, এমফিল অথবা পিএইচডি কোর্সে অধ্যয়নরত এবং আবাসিক হলের সঙ্গে যুক্ত, তারাই অংশগ্রহণ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর নির্ধারণ করেছে সিন্ডিকেট।
গঠনতন্ত্রে আরও উল্লেখ করা হয়েছে সান্ধ্যকালীন, এক্সিকিউটিভ, ডিপ্লোমা, সার্টিফিকেট, ভাষা কোর্সের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বা সংযুক্ত কলেজ/ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হতে পারবেন না। এ ছাড়া এমফিল/পিএইচডি কোর্সে থাকলেও কেউ যদি শিক্ষক পদে নিযুক্ত হন, তাহলে তার সদস্যপদ বাতিল হবে।
চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘চাকসুর গঠনতন্ত্র আমি এখনো হাতে পাইনি। রোববার এটি হাতে পেলে সভা ডেকে যত দ্রুত সম্ভব তফসিল ঘোষণা করা হবে।’
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর যুগ যুগ ধরে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবার আলোর মুখ দেখতে যাচ্ছে। ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্প্রতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এবার নতুন গঠনতন্ত্র অনুমোদনের মাধ্যমে চাকসুর নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।