Image description

জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দীর্ঘদিনের শিক্ষক সংকট, সেশনজট, অব্যবস্থাপনা ও ল্যাব সংকটসহ বিভিন্ন সমস্যার সমাধান দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার থেকে তারা ক্লাস, পরীক্ষা ও সকল একাডেমিক কার্যক্রম বর্জনের মাধ্যমে ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন।

এক যৌথ বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ‘আমরা কোনো রাজনৈতিক সংগঠন বা পক্ষের অংশ নই। আমাদের এই আন্দোলন শিক্ষার ন্যায্য অধিকারের জন্য। চার বছরের কোর্সে ৬ বছর কাটিয়ে দিচ্ছি, অথচ স্থায়ী শিক্ষক নেই, ল্যাব নেই, ফল প্রকাশ সময়মতো হয় না।’

শিক্ষার্থীদের প্রতিনিধি ২১-২২ সেশনেনর মো. সাকিব বলেন, এটা শুধু জামালপুরের সমস্যা না, দেশের সব টেক্সটাইল কলেজের সমস্যা। আমরা এই অব্যবস্থাপনার অবসান চাই। ২২-২৩ সেশনের যায়েদ আজমী বলেন, এইভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই বাধ্য হয়েই মাঠে নেমেছি। এদিকে, কলেজ কর্তৃপক্ষও শিক্ষার্থীদের বক্তব্যের প্রতি সহানুভূতিশীল প্রতিক্রিয়া জানিয়েছে।

কলেজের অধ্যক্ষ প্রকৌশলী বিশ্বজিত দাস বলেন, শিক্ষার্থীরা যে সমস্যার কথা বলছে, তা অনেকাংশেই যৌক্তিক। আমরা ইতোমধ্যে বিষয়গুলো দেখেছি। ২২ তারিখে মিটিং আছে সেখানে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।  

শিক্ষার্থীরা আজ ২১ জুলাই সকাল থেকে  কলেজ ক্যাম্পাসে গণসংযোগ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন। তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।