Image description

যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সেবামূলক সংগঠন সন্ধানীসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব ধরণের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার (১ জুলাই) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আবু হাসানাত মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যশোর মেডিকেল কলেজে সন্ধানীসহ যে কোন সংগঠনের সকল কার্য্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হইল।

জানা গেছে, গত বছরের ৮ আগস্ট মেডিকেল কলেজ একাডেমিক কাউন্সিলের বর্ধিত সভায় সকল প্রকার সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে প্রথম সিন্ধান্ত হয়। কিন্তু সে নির্দেশ অজ্ঞাত কারণে কেউ মানেনি। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর একটি রাজনৈতিক সংগঠন আবারও কলেজে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে। একই সাথে তাদের সাথে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরাও। কিছু শিক্ষক নিজেদের সমর্থকদের মাধ্যমে শিক্ষার্থীদের দুই দলে বিভক্ত করেছেন। ফলে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী ইউনিটে গড়ে ওঠে দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ।

সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, দ্বন্দ্বের বলি হচ্ছেন তারা। ফলে পরিস্থিতি শান্ত করতে সন্ধানীর সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাকে তারা স্বাগত জানান।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু হাসনাত মো. আহসান হাবীব বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি এবং মুখোমুখি অবস্থানের কারণে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা ছিল। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সন্ধানীসহ সকল সংগঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছি। শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত মতাদর্শের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দেওয়া হবে না। আমরা একটি সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।