Image description

‘আর যদি ভুজুংভাজুং করা হয়, তাহলে শিক্ষার্থীদের আগে শিক্ষকের গায়ে গুলি লাগবে’—এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন।

অধ্যাপক রইস উদ্দিন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনটি দাবি অত্যন্ত যৌক্তিক। আপনারা যদি এই দাবিগুলো মেনে নেন, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি, এক মিনিটের মধ্যে সব শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফিরে যাব। আর যদি দাবি মানা না হয়, যদি কোনো ধরনের ভুজুংভাজুং করা হয় কিংবা আমার শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন, তাহলে শিক্ষার্থীদের আগে শিক্ষকদের গায়ে গুলি লাগতে হবে।’

তিনি আরও বলেন, ‘সারা দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছড়িয়ে আছে। এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। তাই দ্রুত দাবি মেনে নিতে হবে এবং যারা আমার সহকর্মী ও শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে, তাদের বিচার করতে হবে।’

গতকাল বুধবার (১৪ মে) রাতে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর অনাকাঙ্ক্ষিত বোতল নিক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি এবং জানিয়েছি, এর দায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেবে না। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। তবে এটি যদি আপনাদের গায়ে লাগে, তাহলে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা যখন রক্ত ঝরাল, তখন সেটা আপনাদের গায়ে লাগল না কেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ত কি রক্ত না?’

তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, ‘অনেক ষড়যন্ত্র আসতে পারে। আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। কিন্তু আমরা কোনো ষড়যন্ত্রে পিছু হটব না। দাবি এখান থেকেই আদায় হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না।’