Image description

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে আজ সোমবার (৫মে) বেলা ১২ টার দিকে এ কর্মসূচি পালন শুরু করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এর আগে রবিবার উপাচার্যের পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। তারা বলেন, ছয় মাস কেটে গেলেও  ২২ দফা বাস্তবায়ন সম্ভব হয়নি। জুলাই আন্দোলনে হামলাকারী শিক্ষার্থী শাহরিয়ার শানকে ছাত্রলীগ দরজা ভেঙে নিয়ে গেলেও তাদের নামে কোনো মামলা কিংবা শাস্তির ব্যবস্থা করেনি প্রশাসন। 

যৌক্তিক আন্দোলন দমন করার জন্য শিক্ষার্থীদের নামে মামলা দিচ্ছেন জানিয়ে তারা বলেন, অধ্যাপক ড. শূচিতা শারমিন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন করে চলেছে।

শিক্ষার্থীরা বলেন, যদি ভিসিকে অপসারণ না করা হয়, তবে বিশ্ববিদ্যালয়সহ গোটা দক্ষিণ বঙ্গ শাটডাউন করে দেওয়া হবে। এখানে এমন কাউকে নিয়োগ দেওয়া হোক, যেন দক্ষিণবঙ্গ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীবান্ধব হবে।