
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে তালা দিয়ে শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ঝুলিয়ে দেওয়া তালায় তারা লেখেন, ‘৬ দফা না হয় মৃত্যু’।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে দুপুর ১২টায় অধ্যক্ষের কক্ষ, প্রশাসনিক ভবন ও প্রধান ফটকে তালা লাগিয়ে শাটডাউন ঘোষণা করেন। প্রধান ফটকে তালা দিয়ে বাইরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
তারা জানান, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন। কিন্ত তাদের দাবি মানা নিয়ে টালবাহানা চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে।
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতিতে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ কোটার রায় বাতিলসহ ছয়টি দাবি আদায়ে কয়েক মাস ধরে আন্দোলন করছেন সারা দেশের চার লাখেরও বেশি পলিটেকনিক শিক্ষার্থী। প্রথম দিকে তারা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করেন।
এরপর ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ব্যানারে ১৬ এপ্রিল সারা দেশে অবরোধ কর্মসূচি দেন শিক্ষার্থীরা। এদিন রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ নামেন শিক্ষার্থীরা। এতে সেদিন রাজধানীতে ব্যাপক যানজট শুরু হয়।
একই দিন কুমিল্লায় শিক্ষার্থীদের অবরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন। এরপর থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন আলোচনায় আসে।