Image description

গেল ১৫ এপ্রিল যশোর বোর্ডে অনুষ্ঠিত হয় এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। আর একদিন পর হয় ইংরেজি দ্বিতীয় পত্রের।

দুটি প্রশ্নপত্রেই উঠে এসেছে ভুলের চিত্র।

ভুলে ভরা প্রশ্নপত্রে হতাশ শিক্ষক ও অভিভাবকরাও। অভিভাবকদের অভিযোগ, এবার অন্যবারের চেয়ে বেখেয়ালি ভাবে অনেক ভুল হয়েছে। প্রশ্নের ভুলে কোনো শিক্ষার্থী নম্বর পাওয়া থেকে বঞ্চিত হবেন না বলে জানান বোর্ড কর্মকর্তা।

যশোর বোর্ডে এ বছর পরীক্ষায় বসেছেন ১ লাখ ৪১ হাজারেরও বেশি পরীক্ষার্থী।

সূত্র: https://www.facebook.com/reel/705302715258592